বাংলাদেশী স্টার্টআপ, ডিজিটাল কনটেন্ট সেলার, ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৬ (#WSA2016) কান্ট্রি নমিনেশন বিজয়ী এবং এমবিলিওনথ ২০১৬ চ্যাম্পিয়ন #AppBajar এর পক্ষ থেকে সকল বিজয়ীকে প্রানঢালা অভিনন্দন।

May 05, 2017

বাংলাদেশী স্টার্টআপ, ডিজিটাল কনটেন্ট সেলার, ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৬ (#WSA2016) কান্ট্রি নমিনেশন বিজয়ী এবং এমবিলিওনথ ২০১৬ চ্যাম্পিয়ন #AppBajar এর পক্ষ থেকে সকল বিজয়ীকে প্রানঢালা অভিনন্দন।

জাতীয় মোবাইল অ্যাপ প্রতিযোগিতায় ১৬টি উদ্যোগকে পুরস্কার দিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে তথ্যপ্রযুক্তি বিভাগ।
পুরস্কারপ্রাপ্ত ১৬টি মোবাইল অ্যাপগুলো হলো  গভর্নমেন্ট পার্টিসিপেশনে চ্যাম্পিয়ন #ভ্যাট চেকার, রানার আপ #প্রাইমারি স্কুল মনিটরিং অ্যাপ; নিউজ অ্যাপন্ড মিডিয়ায় ইয়ুথ অপরচুনেটিজ, #হাউ আই ওয়ার্ক; বিনোদন লাইফস্টাইলে #হিরোজ অব ৭১, #ল্যান্ড নক; লার্নিং অ্যান্ড এডুকেশনে #নিলীমার বায়োস্কোপ, #ব্রেইন কুয়েশন; এনভাইরনমেন্ট অ্যান্ড হেলথে #জলপাই, #বেবিটিকা;ট্যুরিজম অ্যান্ড কালচারে #নৌকা বাইচ, #পথ দেখুন; ইনক্লুশন অ্যান্ড এমপাওয়ারমেন্টে #কলরব, #অটিজম বার্তা; বিজনেস অ্যান্ড কমার্সে #DESCO এবং #শপ-আপ অ্যাপ যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ নির্বাচিত হয়েছে।
https://goo.gl/SSrYvR